fbpx

১২ ফেব্রুয়ারি স্থগিত হওয়া নওগাঁ-২ আসনের ভোট

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ আসনে বাংলাদেশে নির্বাচন কমিশন (ইসি) পুনরায় তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ওই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসির সচিব মো. জাহাংগীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল হকের মৃত্যুর কারণে ওই আসনের ভোট গ্রহণ স্থগিত করেছিল নির্বাচন কমিশন (ইসি)। ফলে ৭ জানুয়ারি ২৯৯ আসনে ভোট হয়।

জানা গেছে, নির্বাচনে চারজন প্রার্থী থাকলেও মূলত লড়াই হবে আওয়ামী লীগের প্রার্থী ও ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থীর মধ্যে এমনটিই মনে করছেন সাধারণ ভোটাররা। তবে প্রচারণায় স্বতন্ত্র প্রার্থীরা বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ তাদের।

জেলার ধামইরহাট ও পত্নীতলা উপজেলা নিয়ে নওগাঁ-২ আসন গঠিত। গত ২৯ ডিসেম্বর এই আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুতে দ্বাদশ সংসদ নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। এরপর আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশন। এরপর থেকেই প্রার্থী ও সমর্থকদের প্রচার প্রচারণার জমে উঠেছে নির্বাচনী লড়াই। শেষ মুহূর্তে প্রার্থী ও সমর্থকদের প্রচার প্রচারণার জমে উঠেছে নির্বাচনী লড়াই। ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

সাধারণ ভোটাররা বলছেন, সৎ, যোগ্য প্রার্থীর পাশাপাশি এলাকার উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকেই নির্বাচিত করবেন। পাশাপাশি সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ভোটারদের।

নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয়পার্টি, স্বতন্ত্রসহ মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনের মোট ভোটার তিন লাখ ৫৬ হাজার ১৩২ জন। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭৭ হাজার ৫৭২ জন এবং নারী ভোটার এক লাখ ৭৮ হাজার ৫৫৯ জন।

Advertisement
Share.

Leave A Reply