fbpx

১২ হাজার কর্মী ছাঁটাই করছে গুগল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন কোম্পানি গুগলের মাদার প্রতিষ্ঠান অ্যালফাবেট প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই বার্তা সংস্থা রয়টার্সকে কর্মী ছাঁটাইয়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অর্থনৈতিক বাস্তবতার কারণে আমাদের এই সিন্ধান্ত নিতে হয়েছে।

গেল বছরেও একাধিকবার কর্মী ছাটাইয়ের হুঁশিয়ারি দিয়েছিলেন গুগলের সিইও সুন্দর পিচাই।

তার মতে, প্রতিষ্ঠানে যত কর্মী রয়েছেন, সেই অনুযায়ী কাজ হচ্ছে না। কর্মীদের মান বাড়ানোর জন্য কাজ করতে হবে বলেও দাবি করেন তিনি।

অ্যালফাবেট যে কর্মী ছাঁটাই করছে, তা শতকরা হিসাবে কোম্পানিটির প্রায় ৬ শতাংশ কর্মী।

এ বিষয়ে এরই মধ্যে বহু কর্মীর কাছে ইমেইল পাঠিয়েছে অ্যালফাবেট। গুগল জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অ্যালফাবেটের কার্যালয়ের পাশাপাশি বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যালয় থেকেও কর্মী ছাঁটাই করা হবে।

তবে অন্য দেশের স্থানীয় নিয়োগ আইনের কারণে ছাঁটাই প্রক্রিয়ায় সময় লাগতে পারে বলে জানিয়েছে কোম্পানিটি।

Advertisement
Share.

Leave A Reply