fbpx

১৪৫ বছরের মধ্যে রেকর্ড তুষারপাত মস্কোতে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

এখনো মৌসুম পুরোপুরি আসেনি। এর আগেই ভারী তুষারপাতে কাঁপছে গোটা ইউরোপ। রাশিয়ায় ইতিহাস সৃষ্টি করলো তুষারপাত। মস্কোতে রবিবার ১৪৫ বছরের মধ্যে সবচেয়ে ভারী তুষারঝড় হয়েছে বলে জানা গিয়েছে।

প্রতিকূল আবহাওয়ার কারণে রাশিয়াজুড়ে রেকর্ড সংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে।

রাশিয়ার হাইড্রোমেটিওরোলজিক্যাল সেন্টারের পরিচালক রোমান ভিলফান্ড বলেছেন,৩ ডিসেম্বর নজিরবিহীন তুষারপাত মস্কোকে ধাক্কা দিয়েছে। আবহাওয়া পর্যবেক্ষণের ১৪৫ বছরের মধ্যে, এ অঞ্চলে এটিই ছিলো সবচেয়ে ভারী তুষারঝড়। ১২ ঘণ্টায় প্রায় ১০ দশমিক ৭ মিলিমিটার তুষারপাত হয়েছে।

১৪৫ বছরের মধ্যে রেকর্ড তুষারপাত মস্কোতে

এ পর্যন্ত একদিনেই ৭৮টি ফ্লাইট বাতিল হয়েছে

মস্কোর মেয়র সার্জেই সোবিয়ানিন বলেন, এটিকে বলা হচ্ছে শতাব্দীর তুষারপাত। মস্কোতে বিশাল পরিমাণ তুষার জমেছে আর হাজার হাজার গাছ ভেঙে পড়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগের রেকর্ডটি ছিল ১৮৮৯ সালে। সেবার ৯.৫ মিলিমিটার তুষারস্তর জমে গিয়েছিল।

মস্কো বিমানবন্দরে বিমান ওঠানামাসহ ৭৩টি ফ্লাইট ভারি তুষারঝড়ের কারণে বাতিল করা হয়েছে।

এক বিবৃতিতে মস্কো কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার রাতে তাপমাত্রা হিমাঙ্কের নিচে ১৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। বাড়তে পারে তুষারপাত।

এদিকে সাইবেরিয়ার উত্তর-পূর্ব অংশের তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছে। এই অঞ্চলের রাজধানী ইয়াকুটস্কে তাপমাত্রা ছিল মাইনাস ৪৪ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ৪৮ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement
Share.

Leave A Reply