fbpx

১৬ থেকে ১৮ শতাংশ ভাড়া বাড়াল পাঠাও

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জ্বালানি তেলের দাম বাড়ায় রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও মোটরসাইকেলের ভাড়া বাড়িয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, পাঠাও বাইকের ভাড়া গড়ে ১৬ থেকে ১৮ শতাংশ বেড়েছে। তবে এখনও গাড়ির ভাড়া বাড়ানো হয়নি। সম্প্রতি এই নতুন ভাড়া কার্যকর করা হয়েছে।

পাঠাওয়ের নতুন ভাড়া অনুযায়ী, ঢাকায় প্রতি কিলোমিটারে এখন ১৫ টাকা ভাড়া দিতে হবে। সর্বনিন্ম ভাড়া দিতে হবে ৫০ টাকা। আগে প্রতি কিলোমিটার ভাড়া ছিল ১২ টাকা, সর্বনিন্ম ভাড়া নেওয়া হতো ৩০ টাকা। তবে ভাড়া বাড়লেও ভিত্তি মূল্য ২৫ টাকা, প্রতি মিনিট চার্জ ৫০ পয়সা, ইন্স্যুরেন্স ফি এক টাকা অপরিবর্তিত থাকছে।

আর চট্টগ্রামে প্রতি কিলোমিটারে ভাড়া নেওয়া হবে ১২ টাকা। সর্বনিন্ম ভাড়া হবে ৪০ টাকা। বাকি সব ফি আগের মতোই থাকছে। সিলেটে প্রতি কিলোমিটারে ভাড়া সাড়ে ৬ থেকে বাড়িয়ে সাড়ে ৮ টাকা করা হয়েছে। সর্বনিম্ন ভাড়া ৩০ থেকে বেড়ে হয়েছে ৩৫ টাকা।

উল্লেখ্য, গত ৫ আগস্ট রাতে হুট করেই জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার, যা ৬ আগস্ট থেকে কার্যকর করা হয়।

নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, প্রতি লিটার পেট্রোল ১৩০ টাকা এবং অকটেনের দাম বেড়ে ১৩৫ টাকা  লিটার হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply