fbpx

১৭ই মার্চ রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী ১৭ মার্চ, ২০২৪ সালে রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।

রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ আজ বৃহস্পতিবার দেশটির আগামী প্রেসিডেন্ট নির্বাচনের এই তারিখ ঠিক করেছে।
রুশ পার্লামেন্টের উচ্চকক্ষের প্রধান ভ্যালেন্টিনা মাতভিয়েনকো জানান, সিনেটররা সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্ট নির্বাচনের এই তারিখ অনুমোদন করেছেন।

রাশিয়ার দীর্ঘদিনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী নির্বাচনে দাঁড়াবেন কি না, তা তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি। তবে দেশটির উচ্চ মহল, তিনি আবার নির্বাচনে অংশ নেবেন বলেই ধারণা করছে।
২০০০ সাল থেকে প্রেসিডেন্ট হিসেবে রাশিয়ায় ক্ষমতায় আছেন পুতিন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। রাশিয়ার এই অভিযান এখনো চলছে। এমন পরিপ্রেক্ষিতে রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে।

‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর সাত মাসের মাথায় ইউক্রেনের চারটি অঞ্চলকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করে মস্কো। অঞ্চল চারটি হলো খেরসন, জাপোরিঝঝিয়া, লুহানস্ক ও দোনেৎস্ক।

এই অভিযানের প্রভাব কতটা নির্বাচনের উপর পড়বে তা এখনই কিছু বোঝা যাচ্ছে না।

Advertisement
Share.

Leave A Reply