fbpx

১ কোটি পরিবার পাবে ১১০ টাকা দরে সয়াবিন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সয়াবিন তেলের দাম যেন দৌড়ে দৌড়ে বাড়ছে। লাগাম টানতে পারছে না সরকার। বাণিজ্য মন্ত্রণালয় নানান কৌশল অবলম্বন করেও তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে পারছে না।

তবে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সরকারি এই প্রতিষ্ঠানটি আসছে জুন থেকে এক কোটি কার্ডধারী পরিবারের কাছে ১১০ টাকা কেজি দরে তেল বিক্রয় করবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ গণমাধ্যমকে এই তথ্য জানান।

তিনি বলেন, ‘সরকার টিসিবি’র মাধ্যমে সরাসরি সয়াবিন তেল আমাদানি করার পরিকল্পনা নিয়েছে। বিদেশে বাংলাদেশ মিশনগুলোর সাথে ইতোমধ্যেই রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠনের মাধ্যমে সয়াবিন তেল ক্রয় করার জন্য যোগাযোগ করা হয়েছে। সম্প্রতি বিশ্ব বাজারে সয়াবিন তেলের দাম বৃদ্ধি পাবার পর থেকে সরকার দেশবাসীকে সর্বনিম্নমূল্যে এই তেল সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছে।’

এর আগে বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স এন্ড বনসপতি ম্যানুফ্যাকসার্স এসোসিয়েশন গত ৫ মে সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৩৮ টাকা করে বাড়িয়ে ১৯৮ টাকা পুনঃনির্ধারণ করে। একই সময়ে খোলা সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৪৪ টাকা বাড়িয়ে ১৮০ টাকা মূল্য পুনঃনির্ধারণ করা হয়।

Advertisement
Share.

Leave A Reply