fbpx

 ১ কোটি সাড়ে ৮১ লাখ টাকায় বিক্রি হলো ইভ্যালির সিইওর গাড়ি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইভ্যালি ডটকম লিমিটেডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলের ব্যবহার করা বিলাসবহুল ব্যক্তিগত গাড়িটি ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে। গাড়িটি (রেঞ্জ রোভার) নিলাম থেকে কিনে নিয়েছেন প্রকৌশলী হাবিবুর রহমান।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডির সোবহানবাগে ইভ্যালির কার্যালয়ের পাশের ভিক্টোরিয়া কনভেনশন সেন্টার থেকে গাড়িটি কিনে নেন এই প্রকৌশলী।

এই নিলামে মোট সাতটি চালু গাড়ি তোলা হয়েছে। সাতটি গাড়ির মধ্যে সবচেয়ে দামি গাড়ি ছিল রেঞ্জ রোভারটি।

গাড়িটির বিবরণ
নম্বর: ঢাকা মেট্রো-ঘ-১৮-৭০৯৮। রেজি. সন জুন ২০২০। রেঞ্জ রোভার। ব্র্যান্ড-ল্যান্ড রোভার। তৈরি সন ২০২০। গাড়িটির ন্যূনতম নিলাম মূল্য ধরা হয়েছিল ১ কোটি ৬০ লাখ টাকা। ন্যূনতম নিলাম মূল্যের প্রায় ২০ লাখ বেশি দামে গাড়িটি বিক্রি হলো।

এই গাড়িটি প্রথম নিলামে তোলা হয়। প্রতি ডাকে প্রথমে ঊর্ধ্ব মূল্য ধরা হয় ২০ হাজার টাকা। বেশ কিছুক্ষণ চলে এই দর কষাকষি। এরপর সেটি ১ লাখ টাকা দর ডাকা হয়।

উন্মুক্ত ডাকে গাড়িটির সর্বোচ্চ দরদাতা হন প্রকৌশলী হাবিবুর রহমান (আইডি-০৩৮)। তিনি গাড়িটি ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা ডাকে কিনে নেন। দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা হন ৪৯ নম্বর আইডির শেখ শফিউল আলম। তিনি ১ কোটি ৮১ লাখ টাকা দর হেঁকেছিলেন।

Advertisement
Share.

Leave A Reply