fbpx

২য় ওয়ানডে ম্যাচ দেখতে চোখ রাখুন বিটিভিসহ তিন চ্যানেলে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ফোনেই বেশি সময় কাঁটে এখন মানুষের। তবু দেশের খেলা মানেই বুদ হয়ে টিভির সামনে বসা। ১৬ কোটির যে যেখানে থাকুক, চোখ থাকে তখন বোকাবাক্সে কিংবা ফোনে। তাই যে প্রান্তেই থাকুন, আপডেট রাখুন দেশের খেলার সর্বশেষ নিয়ে।

রাষ্ট্রায়ত্ত্ব টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশনসহ (বিটিভি) মোট তিনটি চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ বনাম ওয়েস্ট সিরিজের তিন ওয়ানডে ও দুই টেস্ট ম্যাচ। বিটিভির পাশাপাশি দেশের প্রথম খেলাধুলার চ্যানেল টি স্পোর্টস এবং নাগরিক টিভিতে দেখানো হবে পুরো সিরিজটি।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সম্প্রচার স্বত্ব আগেই বিক্রি হয়ে গিয়েছিলো। রেকর্ড পরিমাণ প্রায় ১৮ কোটি টাকায় এই স্বত্ব কিনে নিয়েছে ব্যানটেক। পরে তারা সিরিজের ম্যাচগুলো প্রচারের জন্য টি স্পোর্টস এবং নাগরিক টিভির সঙ্গে চুক্তি করে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ:
প্রথম ওয়ানডে: ২০ জানুয়ারি (বুধবার), শেরেবাংলা স্টেডিয়াম, মিরপুর

দ্বিতীয় ওয়ানডে: ২২ জানুয়ারি (শুক্রবার), শেরেবাংলা স্টেডিয়াম, মিরপুর

তৃতীয় ওয়ানডে: ২৫ জানুয়ারি (রবিবার), জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, ‍চট্টগ্রাম

চার দিনের প্রস্তুতি ম্যাচ:

২৮-৩১ জানুয়ারি (বৃহস্পতিবার-রবিবার), এমএ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম

দুই ম্যাচের টেস্ট সিরিজ:

প্রথম টেস্ট: ৩-৭ ফেব্রুয়ারি (বুধবার-রবিবার), জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, ‍চট্টগ্রাম

দ্বিতীয় টেস্ট: ১১-১৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার-সোমবার), শেরেবাংলা স্টেডিয়াম, মিরপুর

 

Advertisement
Share.

Leave A Reply