fbpx

২০২১ সালের এইচএসসির ফরম পূরণ স্থগিত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

তিনদিনের মাথায় এইচএসসি ফরম পূরণের সিদ্ধান্ত স্থগিত করলো ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ঘোষণা অনুযায়ী, ২৯শে জুন থেকে অনলাইনে ফরম পূরণ শুরু হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় তা আপাতত বাতিল করা হয়েছে।

রবিবার এই সংক্রান্ত চিঠি সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বরাবর পাঠিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

বোর্ডের চিঠিতে বলা হয়েছে, ‘কোভিড-১৯ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে চলে যাওয়ায় ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণে কার্যক্রম স্থগিত করা হলো। সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রমের তারিখ ঘোষণা করা হবে।‘

শুক্রবার এইচএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা করে এক বিজ্ঞপ্তি জারি করেছিল ঢাকা শিক্ষা বোর্ড। ২৯ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত অনলাইনে শিক্ষার্থীদের ফরম পূরণ করার নির্দেশনাও দেওয়া হয়েছিল।

Advertisement
Share.

Leave A Reply