fbpx

২২ জানুয়ারি থেকে সিলেটের পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২২ জানুয়ারি থেকে সিলেটের পেট্রোল পাম্পগুলোতে ধর্মঘটের ডাক দিয়েছেন পাম্প মালিকরা। জ্বালানি তেলের পর্যাপ্ত সরবরাহের দাবিতে এ ধর্মঘট ডেকেছেন তারা।

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউটরস এজেন্ট অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগের সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী জানান, সংকটের সমাধান না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে। সরবরাহ কম থাকায় বিভাগের সব পেট্রোল পাম্পগুলো কম তেল নিয়ে চলছে। সবচেয়ে বেশি সংকট দেখা দিয়েছে ডিজেলের। চাহিদার অর্ধেক ডিজেল মিলছে।

তিনি বলেন, ‘চাহিদা অনুযায়ী সিলেটে জ্বালানি তেলের সরবরাহ না থাকায় সিলেটের ব্যবসায়ীদের ভৈরব থেকে নিজ খরচে জ্বালানি তেল সংগ্রহ করতে হচ্ছে। এতে বাড়ছে পরিবহন ব্যয়। বারবার সংশ্লিষ্টদের কাছে অভিযোগ দিয়েও কোনো সমাধান আসেনি। তাই ১৮ জানুয়ারি থেকে ডিপো হতে তেল উত্তোলন বন্ধ থাকবে। আর ২২ জানুয়ারি থেকে সিলেটের সকল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।’

Advertisement
Share.

Leave A Reply