fbpx

২৩ বছরে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড বঙ্গবন্ধু সেতুর

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গত ২৩ বছরে সর্বোচ্চ সংখ্যক যানবাহন পারাপার ও টোল আদায়ের রেকর্ড গড়লো বঙ্গবন্ধু সেতু। গতকাল ১২ মে সকাল ৬টা থেকে ১৩ মে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এই সেতু দিয়ে যানবাহন পারাপার হয়েছে মোট ৫২ হাজার ৬৭৭ টি। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৯৯ লাখ ১৮ হাজার ২৪০ টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানায়, এই সেতু চালু হওয়ার পর ২৪ ঘণ্টায় এটাই টোল আদায়ের সর্বচ্চ রেকর্ড।

সেতু দিয়ে গণপরিবহনের পাশাপাশি অন্যান্য পরিবহন পারাপার হওয়ায় সেতু টোলপ্লাজায় সারাক্ষণ চাপ ছিল। সেতুর ওপর দিয়ে চলাচল কৃত পরিবহনের মধ্যে  ট্রাক, পিকআপভ্যান, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংখ্যা ছিল বেশি।

এর আগে মঙ্গলবার (১১ মে) ভোর ৬টা থেকে বুধবার (১২ মে) ভোর ৬টা পর্যন্ত সময়ে দুই কোটি ৭৩ লাখ টাকার টোল আদায় হয়েছিল।

Advertisement
Share.

Leave A Reply