fbpx

২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৬৭ জন করোনায় সংক্রমিত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দিন দিন বেড়েই চলছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ৯ মাসের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৬৭ জন এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে, গত ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৫০২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ৫ লাখ ৮০ হাজার ৮০৮ জন আক্রান্ত হলেন।

গত ২৪ ঘণ্টায় নতুন ২৫ জন নিয়ে এখন পর্যন্ত করোনায় দেশে প্রাণ হারিয়েছেন ৮ হাজার ৭৬৩ জন।

এছাড়া একদিনে ১ হাজার ৯১৫ জনসহ মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ২৯ হাজার ৯০৯ জন।

করোনা বৃদ্ধি প্রসঙ্গে দেশবাসিকে আরও সতর্কভাবে স্বাস্থ্যবিধি বজায় রেখে চলাফেরা করা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গতমাসে সংক্রমনের হার ছিল মাত্র ২ শতাংশ। সেটি মঙ্গলবার হয়ে গেছে ১৩ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে করোনা বেড সংখ্যা আবারো বৃদ্ধি করা হচ্ছে। নতুন করে আরো অন্তত ৫টি হাসপাতালকে কোভিড ডেডিকেটেডে হাসপাতাল করা হয়েছে। তবে, দেশের মানুষ যদি মুখে মাস্ক না পড়েন, স্বাস্থ্যবিধি না মেনে চলেন তাহলে করোনা পরিস্থিতি ভবিষ্যতে সামলানো মুশকিল হতে পারে।’

Advertisement
Share.

Leave A Reply