fbpx

২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১৮জন, সুস্থ ৮২৮

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরো ১৮ জনের। আর এই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮শ’ ২৮ জন। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো ৩৯৯ জন।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সর্বশেষ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে মৃত ১৮ জন সহ দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ৩৭৪ জনে দাঁড়িয়েছে। আর এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৪ হাজার ১১৬ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৪ লাখ ৯২ হাজার ৮৮৭ জন।

গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৪ শতাংশ। আর একদিনে সর্বমোট ২১৪টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৭৪৮টি। নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ৩ দশমিক ১৩ শতাংশ।

এর আগে, গতকাল সোমবার করোনায় ৭ জনের মৃত্যু হয়। সেদিন করোনা সংক্রমণ শনাক্ত হয় ৩৬৬ জনের।

Advertisement
Share.

Leave A Reply