fbpx

২৪ মে থেকে খুলছে পাবলিক বিশ্ববিদ্যালয়

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশের বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়ার জন্য আন্দোলন করছিল, ঠিক সেই সময়েই পাবলিক বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।

সোমবার (২২ ফেব্রুয়ারি) অনলাইনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

অনলাইনে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় খুলবে ২৪ মে। আর বিশ্ববিদ্যালয়ের হল খুলবে ১৭ মে থেকে।’

বিশ্ববিদ্যালয় খোলার আগে সেখানে সকল শিক্ষক ও শিক্ষার্থীর স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক বিবেচনার বিষয়টি মাথায় রাখতে হবে বলে জানান তিনি। করোনার কারণে হল খোলার প্রস্তুতিমূলক কাজও এর মাঝে সম্পন্ন করতে হবে। এর আগে সকল ধরনের পাঠদান ও পরীক্ষা বন্ধ থাকবে। ১৭ মে এর আগে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারিদের করোনা টিকা প্রদান করা হবে বলেও জানান তিনি।

আর যেসব শিক্ষার্থী হলে অবস্থান করছেন, অবিলম্বে তাদের হল ছাড়ার নির্দেশ দেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি বিসিএস পরীক্ষার আবেদন ও পরীক্ষার তারিখ এই বিশ্ববিদ্যালয় খোলার তারিখের সাথে সামঞ্জস্য রেখে পেছানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

আর ২৮ ফেব্রুয়ারি স্কুল-কলেজ খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি ।

Advertisement
Share.

Leave A Reply