fbpx

২৯ জুলাই পবিত্র আশুরা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী বৃহস্পতিবার থেকে পবিত্র মহররম মাস গননা শুরু হবে। আজ দেশের আকাশে কোথাও ১৪৪৫ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যায়নি। সে অনুসারে আগামী ২৯ জুলাই ( শনিবার) পবিত্র আশুরা পালিত হবে।

আজ মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এক সভায় এ সিদ্ধান্ত নিয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এই সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সভায় পবিত্র মহররম মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়। এতে দেখা যায়, আজ মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। তাই আগামীকাল বুধবার জিলহজ মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী বৃহস্পতিবার থেকে মহররম মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী আগামী ২৯ জুলাই (শনিবার) পবিত্র আশুরা (১০ মহররম) পালিত হবে।’

Advertisement
Share.

Leave A Reply