fbpx

২ লাখ ইভিএম মেশিন কেনার প্রকল্প স্থগিত: ইসি সচিব

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বৈশ্বিক পরিস্থিতি এবং আর্থিক সংকটের কথা বিবেচনা করে ২ লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার নতুন প্রকল্প আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম সোমবার সরকারের এই সিদ্ধান্তের কথা সাংবদিকদের জানান।

পরিকল্পনা কমিশন রোববার ইভিএম নিয়ে সরকারের এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে জানায়। সোমবার নির্বাচন কমিশন বিষয়টি গণমাধ্যমকে জানালো।

ইসি সচিব বলেন, ‌’আমরা পরিকল্পনা কমিশন থেকে সিদ্ধান্ত পেয়েছি। এ মুহূর্তে প্রকল্পটি তারা প্রক্রিয়াজাতকরণ করছে না। বাতিল হচ্ছে না, তবে এ মুহূর্তে হচ্ছে না।’

গত বছরের অক্টোবরে এই প্রকল্প প্রস্তাব পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠিয়েছিল নির্বাচন কমিশন। ২ লাখ ইভিএম ক্রয় ও ব্যবস্থাপনার জন্য ব্যয় ধরা হয়েছিল ৮ হাজার ৭১১ কোটি ৪৪ লাখ টাকা।

প্রকল্পটি স্থগিতের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‌’ইভিএম প্রকল্পটির বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা ও পর্যালোচনা করে এবং বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনায় আপতত প্রক্রিয়াকরণ না করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’

ইসির সচিব বলেন, ‌’২০১৮ সালের ইভিএম দিয়ে যা সম্ভব, তা ব্যবহার করার সিদ্ধান্ত রয়েছে, তা বহাল রয়েছে। সেক্ষেত্রে ৫০-৬০ আসনে ইভিএমে ভোট হতে পারে।’

Advertisement
Share.

Leave A Reply