fbpx

৩৭টি কোম্পানির লেনদেন বন্ধ আজ শেয়ারবাজারে!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঘোষিত লভ্যাংশ বিতরণের জন্য শেয়ারের মালিকানা নির্ধারণ সংক্রান্ত রেকর্ড তারিখের কারণে আজ এক দিনে ৩৭টি কোম্পানির লেনদেন বন্ধ থাকবে শেয়ারবাজারে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) লেনদেন বন্ধের দিনে যাদের হাতে শেয়ার থাকবে, তারাই কোম্পানিগুলোর ঘোষিত লভ্যাংশ পাবেন।

বাজারসংশ্লিষ্টরা বলেছেন, তিন ডজনের বেশি কোম্পানির লেনদেন আজ বন্ধ থাকলেও শেষ পর্যন্ত সূচক বা লেনদেনে তার খুব বেশি নেতিবাচক প্রভাব নাও পড়তে পারে। কারণ, যেসব কোম্পানির লেনদেন বন্ধ থাকবে, তার মধ্যে ভালো মৌলভিত্তির কোম্পানি যেমন রয়েছে, তেমনি রয়েছে দুর্বল মৌলভিত্তির কোম্পানিও।

বাজারসংশ্লিষ্টরা আরও বলেছেন, আজ বন্ধ থাকা কোম্পানিগুলোর বেশির ভাগেরই বার্ষিক সাধারণ সভা বা এজিএম অনুষ্ঠিত হবে আগামী মাসে। নিয়ম অনুযায়ী, কোনো কোম্পানি যদি বোনাস লভ্যাংশ ঘোষণা করে, তবে রেকর্ড তারিখের পরবর্তী কার্যদিবসে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের দামের সাথে সেই বোনাস লভ্যাংশকে সমন্বয় করা হয়। তাতে দেখা যায়, বোনাস লভ্যাংশ ঘোষণা করা কোম্পানির শেয়ারের দাম রেকর্ড তারিখের পরবর্তী কার্যদিবসের শুরুতে কম থাকে। তবে দিনের উত্থান-পতনের মাধ্যমে সেই দামের হেরফের হয়।

Advertisement
Share.

Leave A Reply