fbpx

৩৯ হাজার গেম সরালো অ্যাপল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চীনা অ্যাপ স্টোর থেকে অবশেষে ৩৯ হাজার গেম সরালো মার্কিনী টেক জায়ান্ট অ্যাপল। চীনা সরকারের কাছ থেকে সব গেম প্রকাশকদের লাইসেন্স নিতে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল অ্যাপল।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি ‘লাইসেন্সবিহীন’ গেমের প্রশ্নে চীনা কর্তৃপক্ষের চাপের মুখে গেল বৃহস্পতিবার এ পদক্ষেপ নিয়েছে। এ দফায় তারা ৩৯ হাজার গেমসহ ৪৬ হাজারের বেশি অ্যাপ সরিয়েছে।

এদিকে গবেষণা প্রতিষ্ঠান কিমাইয়ের দাবি, এ পদক্ষেপের কারণে ইউবিআইসফটের অ্যাসাসিন’স ক্রিড আইডেনটিটি এবং এনবিএ ২কে২০ গেমও আক্রান্ত হয়েছে।

অ্যাপলের এই ছাঁটাই থেকে চীনা অ্যাপ স্টোরের শীর্ষস্থানীয় দেড় হাজার পেইড গেমের মধ্যে মাত্র ৭৪টি রেহাই পেয়েছে বলেও প্রতিষ্ঠানটি দাবি করছে।

সরকার অনুমোদিত লাইসেন্স নম্বর জমা দিতে গেম প্রকাশকদের প্রাথমিকভাবে জুন পর্যন্ত সময় দিয়েছিল অ্যাপল। কিন্ত সেই সময়ের মধ্যে তারা লাইসেন্স জমা দিতে ব্যর্থ হয়। পরবর্তীতে এই সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়।

এদিকে গুগল প্লে স্টোর চীনে লাইসেন্স বিষয়ে নীতিমালার শর্ত আগেই পূরণ করেছে।

Advertisement
Share.

Leave A Reply