fbpx

৪১ পণ্যের কর অব্যাহতি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাসের নমুনা পরীক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য সুরক্ষা এবং সঙ্গে সম্পৃক্ত ৪১ ধরনের পণ্য আমদানির ক্ষেত্রে সব ধরনের শুল্ক প্রত্যাহার করেছে সরকার।

বুধবার (১৯ মে) অর্থ মন্ত্রণালয় (অভ্যন্তরীণ সম্পদ বিভাগ) থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী বছর ৩০ শে জুন পর্যন্ত এটি কার্যকর রাখার কথা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। অবিলম্বে এটি কার্যকর করার কথাও বলা হয়েছে।

প্রজ্ঞাপনে পণ্যসমূহের সমুদয় আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর, আগাম কর এবং অগ্রিম আয়কর সবই অব্যাহতি দেওয়ার কথা উল্লেখ করা হয়।

যেসব পণ্যের ক্ষেত্রে এ সুবিধা দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে- কোভিড-১৯ নমুনা পরীক্ষার কিট, কোভিড -১৯ এর হার্ড ইমিউনিটি পরীক্ষার কিট,মাস্ক ব্যবহারের জন্য কানের ব্যান্ড, নোজ প্রোটেক্টর ক্লিপ মাস্ক, জীবাণুনাশক বাল্ক, প্লাস্টিক ফেস শিল্ড, এন৯৫/কেএন৯৫ মাস্ক, প্রতিরক্ষামূলক চশমা এবং গগলস, গ্যাস মাস্ক, কোভিড-১৯ পরীক্ষার যন্ত্রপাতি ও উপকরণ, বিভিন্ন ওজনের নন ওভেন ম্যান মেড ফিলামেন্ট ইত্যাদি।

তবে এসব পণ্য আমদানিকারকদের বেশ কিছু শর্ত পালনের কথা প্রজ্ঞাপনে বলা হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply