fbpx

৪৩তম বিসিএসের প্রিলিমিনারি ৬ আগস্ট  

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)। রবিবার (৩১ জানুয়ারি) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৬ আগস্ট ৪৩তম বিসিএসের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত দুই ঘন্টা ধরে চলবে এই পরীক্ষা। পরবর্তী নির্দেশনায় পরীক্ষার আসন ব্যবস্থা এবং এ সংক্রান্ত বাকি তথ্য পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

৪৩তম বিসিএসে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তার নিয়োগ দেয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, শিক্ষা ক্যাডারে ৮৪৩ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, অডিটে ৩৫ জন, তথ্য ক্যাডারে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন  এবং সমবায় ক্যাডারে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।

Advertisement
Share.

Leave A Reply