fbpx

৪ অক্টোবর থেকে তিন শিফটে চলবে রাবির ভর্তি পরীক্ষা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ৪ অক্টোবর থেকে বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি উপকমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আজিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪ অক্টোবর ‘সি’ ইউনিট, ৫ অক্টোবর ‘এ’ ইউনিট ও ৬ অক্টোবর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।

প্রতিদিন ৩ শিফটে চলবে এই পরীক্ষা। প্রথম শিফটে সকাল ৯টা ৩০মিনিট থেকে ১০টা ৩০ মিনিট, দ্বিতীয় শিফটে দুপুর  ১২টা থেকে ১টা এবং তৃতীয় শিফটে বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত চলবে এই পরীক্ষা। এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

এর আগে এই পরীক্ষা ১৬ আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে করোনার কারণে তা পেছানোর সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Advertisement
Share.

Leave A Reply