fbpx

৪ কোটি ৩০ লাখ টাকা ফেরত দিচ্ছে ই-অরেঞ্জ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ গ্রাহকদের পাওনা টাকা ফেরত দেওয়া শুরু করেছে। এ ধাপে ৬ হাজার ১৭৩ জন গ্রাহক ৪ কোটি ৩০ লাখ টাকা ফেরত পাবেন বলে জানা গেছে।

সম্প্রতি ই-অরেঞ্জের পাওনাদার গ্রাহকদের একটি তালিকা বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে ই-অরেঞ্জের পরিশোধ সেবা প্রদানকারী (পেমেন্ট গেটওয়ে) প্রতিষ্ঠান এসএসএল কমার্জ।

প্রতিষ্ঠানটির হিসাব বিভাগের কর্মকর্তা নুসরাত শারমিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে কিছু জানাতে চান নি। কোম্পানির এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিভাগে ই-মেইল বার্তা পাঠানোর পরামর্শ দেন এই কর্মকর্তা। তবে সে বিভাগে ই-মেইল করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

২০২১ সালের ১৭ আগস্ট ই–অরেঞ্জের মূল মালিক সোনিয়া মেহজাবিন ও তাঁর স্বামী মাসুকুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে প্রতিষ্ঠানের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) আমানউল্লাহ চৌধুরীওকে গ্রেপ্তার করে আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা সবাই এখন জেলে আছেন।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এসএসএল কমার্জে ই-অরেঞ্জের গ্রাহকদের আটকা আছে মোট ৩৪ কোটি ৬৭ লাখ টাকা।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, তালিকাটা যাচাই করা হচ্ছে। দেওয়ার আগে পুলিশের অপরাধ তদন্ত (সিআইডি) বিভাগ থেকে অনাপত্তি নেওয়া হবে।

Advertisement
Share.

Leave A Reply