fbpx

৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) আজ ৪ হাজার ১৬৬ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ের ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে। তারমধ্যে সরকারের পক্ষ থেকে দেওয়া হবে ৪ হাজার ১২৫ কোটি ৮২ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব ফান্ড থেকে ব্যয় করা হবে বাকি ৪০ কোটি ৭৯ লাখ টাকা।

আজ মঙ্গলবার (২২ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ২০২০-২১ অর্থবছরের ২৭তম একনেক সভায় সংস্থাটির চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। এ সময় তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে বঙ্গবন্ধু’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন।

৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে

একনেক সভায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে বঙ্গবন্ধু’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। ছবি: এবি এম আক্তারুজ্জামান

মোড়ক উন্মোচনের পর প্রধানমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতার কথা তুলে ধরে বলেন, ‘ঝড়-ঝাপ্টা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, প্রাকৃতিক দুর্যোগ যতই আসুক না কেন বাংলাদেশের জনগণ তা মোকাবেলা করতে পারে।‘

এ সময় তিনি আরও বলেন, ‘বিশ্বের যে কোনো দেশ বিশেষ করে দুর্যোগপ্রবণ দেশগুলোর জন্য বাংলাদেশের নেওয়া পদক্ষেপগুলো অনুকরণীয়।‘

সভায় সরকারপ্রধান এসডিজি বাস্তবায়নে সরকার সুপরিকল্পিত পদক্ষেপ নিয়েছে এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এগুলো গ্রহণ করা হয়েছে জানিয়ে বলেন, ‘আওয়ামী লীগের ঘোষণাপত্র, গঠনতন্ত্র এবং নির্বাচনী ইশতেহার অনুযায়ী কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেই এসডিজি বাস্তবায়নে বিশ্বের তিনটি দেশের মধ্যে বাংলাদেশ আজ অন্যতম অবস্থানে রয়েছে।‘

অনেক সমস্যা মোকাবেলা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘মনুষ্যসৃষ্ট দুর্যোগও মোকাবেলা করতে হয়েছে আমাদের। সেগুলো অতিক্রম করেও বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে।‘

৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে

এনইসি সম্মেলন কক্ষে ২০২০-২১ অর্থবছরের ২৭তম সভায় ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। ছবি: গণভবন প্রান্তে এবি এম আক্তারুজ্জামান এবং ‘একনেক’ সভা প্রান্তে আলতাফ হোসেন

পরবর্তীতে একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের সামনে প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরেন। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সাতটি নতুন এবং তিনটি প্রকল্প সংশোধিত।

এদিকে ৯ বছর আগে ২০১১ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি পূরণে এবার গ্যাস যাচ্ছে রংপুর ও নীলফামারীতে। আড়াই বছর মেয়াদি ওই প্রকল্পে গ্যাস বিতরণে নতুন লাইন স্থাপনে মোট ব্যয় ধরা হয়েছে ২৫৮ কোটি ১১ লাখ টাকা। যা চূড়ান্ত অনুমোদনের জন্য তোলা হয়েছে।

কমিশন সূত্রে জানা গেছে, সরকার এ বছরের ডিসেম্বরেই ইনসিনারেশন পদ্ধতির মাধ্যমে গাজীপুর সিটি করপোরেশন এলাকার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে সভায় বর্জ্য সংগ্রহ, সংরক্ষণ ও ভূমি অধিগ্রহণে ৭৮২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ের এক বছর মেয়াদি একটি প্রকল্প তোলা হয়েছে।

এছাড়া, পরিকল্পনা কমিশন একনেকে চূড়ান্ত অনুমোদনের জন্য জয়দেবপুর-মদনপুর ঢাকা বাইপাস সড়ক নির্মাণ, গোপালগঞ্জে নিরাপদ পানি ও স্যানিটেশন, গাজীপুর ও টাঙ্গাইলের পল্লী অবকাঠামো উন্নয়ন এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের অবকাঠামো উন্নয়নে আলাদা দু’টি প্রকল্প উপস্থাপন করেছে।

Advertisement
Share.

Leave A Reply