fbpx

৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু হয়েছে। রোববার (১৬ জুলাই) বিকেল তিনটার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকাল ১০ টার দিকে চাকরি স্থায়ীকরণ ও আউটসোর্সিংয়ের প্রতিবাদে রাজধানীতে কয়েক শ শ্রমিক রেললাইনে অবস্থান নেওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার জানিয়েছেন, শ্রমিকদের আন্দোলনের কারণে সকাল ১০টার পর কমলাপুর থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল। শ্রমিকরা অবরোধ তুলে নেওয়ায় তিনটার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এদিকে বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসছে রেলওয়ে ও পুলিশ কর্তৃপক্ষ। রোববর দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ রেলওয়ে পূর্বাচল অঞ্চলের ব্যাস্থাপক জাহাঙ্গীর আলম শ্রমিকদের সঙ্গে কথা বলেন।

শ্রমিকদের সাথে কয়েক দফা আলোচনার পর শ্রমিকরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে চাইলে তাদের নিয়ে রেলভবনে যাওয়া হয়েছে। শ্রমিকরা রেললাইন থেকে সরে যাওয়ায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

Advertisement
Share.

Leave A Reply