fbpx

৮ ফেব্রুয়ারি থেকে হজ নিবন্ধন শুরু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২০২৩ সালে হজের জন্য হজযাত্রী নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। রবিবার (৫ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মুহাম্মাদ শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় ৮ ফেব্রুয়ারি থেকে নিবন্ধনের অর্থ জমাদান শুরু হবে। এটি শেষ হবে ২৩ ফেব্রুয়ারি। নিবন্ধনের জন্য সবশেষ প্রাক-নিবন্ধনের ক্রমিক নম্বর ৪২,২৯৩ পর্যন্ত (সরকারি ব্যবস্থাপনা) এবং ৭,০৮,৩৬৪ পর্যন্ত (বেসরকারি ব্যবস্থাপনা)।

বিজ্ঞপ্তিতে হজযাত্রী নিবন্ধনের শর্তাবলী দেওয়া হয়েছে। এগুলো হলো-

নিবন্ধনের জন্য হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে। হজযাত্রীর দাখিল করা পাসপোর্ট যাচাই করা হবে অনলাইনে।

নিবন্ধনের পর হজে যেতে না পারলে ইতোমধ্যে ব্যয় হওয়া অর্থ ব্যতীত বাকি অর্থ ফেরত দেওয়া হবে।

হজের খরচ বৃদ্ধি পেলে তা প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে এবং হজযাত্রীকে তা পরিশোধ করতে হবে। কোন অর্থ উদ্বৃত্ত থাকলে তা ফেরত দেওয়া হবে।

নিবন্ধনের ৩ দিনের মধ্যে পাসপোর্ট ও কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট নিজ দায়িত্বে হজ অফিস, আশকোণা, ঢাকায় জমা দিতে হবে।

৮ ফেব্রুয়ারি থেকে হজ নিবন্ধন শুরু

৮ ফেব্রুয়ারি থেকে হজ নিবন্ধন শুরু

Advertisement
Share.

Leave A Reply