fbpx

৮ সেপ্টেম্বর শেখ হাসিনা- নরেন্দ্র মোদির বৈঠক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লিতে এক বৈঠকে মিলিত হবেন। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন মঙ্গলবার ঢাকায় সাংবাদিকদের এ কথা জানান।

জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সকালে দিল্লি যাবেন। একই দিনে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে পররাষ্ট্রসচিব জানান।

বৈঠকে অভিন্ন নদী তিস্তার পানি ভাগাভাগির চুক্তি সই এবং দুই দেশের আন্তঃযোগাযোগের বিভিন্ন দিক এবং দ্বিপক্ষীয় অন্য বিষয়গুলো নিয়ে কথা হবে বলে পররাষ্ট্রসচিব সাংবাদিকদের জানিয়েছেন।

বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এটাই হবে শেষ দ্বিপক্ষীয় বৈঠক। সে কারণে এ বৈঠক নিয়ে যথেষ্ট আগ্রহ দুই দেশেই রয়েছে।

শেখ হাসিনার সঙ্গে ভারতে আসবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এ ছাড়া রেলমন্ত্রী ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীরও আসার কথা রয়েছে।

জি-২০ শীর্ষ সম্মেলনের ১০ তারিখ সকালের সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন।

Advertisement
Share.

Leave A Reply