fbpx

সিডনিতে `সোভিয়েত রাশিয়া ভাঙল কেন’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

১৩ নভেম্বর অস্ট্রেলিয়ার সিডনিতে মোড়ক উন্মোচিত হতে যাচ্ছে বদরুল আলম খানের ‘সোভিয়েত রাশিয়া ভাঙল কেন’ বইয়ের।

সিডনির স্ট্যানহোপ গার্ডেনসের ১৩৮ পারফেকশন অ্যাভিনিউর বিপরীত পার্কে এ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে সকাল ১০টায় আমন্ত্রণ জানানো হয়েছে সিডনির সাহিত্যমনা প্রবাসী বাংলাদেশি সুধীজনদের। বইটিতে রুশদের ইতিহাস, সাহিত্য আর রাজা-বাদশাহদের গল্পের চেয়েও বেশি যা থাকছে তা হলো, মধ্য এশীয় সাম্রাজ্য আর সুগভীর সেই প্রান্তরে চেঙ্গিস খানের অশ্বারোহীর ক্ষুরের মাতলামি, তিন বালটিক কন্যার জীবনালেখ্য মিলিয়ে এক ব্যপ্ত সময়ের প্রতিফলন। আরও রয়েছে রহস্যসমৃদ্ধ, দুর্জ্ঞেয় যে সোভিয়েত রাশিয়া, তার ভাঙনের কথকতা, নাটকীয়তায় ভরা উত্থান আর পতনের সিম্ফনি।

Advertisement
Share.

Leave A Reply