fbpx

সব বাঁধা পেরিয়ে আসছে ‘আদিপুরুষ’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বার বার পিছিয়ে গিয়েছে হিন্দি এবং তেলেগু ভাষায় নির্মিত ভারতীয় সিনেমা ‘আদিপুরুষ’ এর মুক্তির তারিখ। মঙ্গলবার(২৯ মার্চ) আবার ঘোষণা  করা হল ছবিমুক্তির নতুন দিন। ভারতীয় প্রযোজনা সংস্থা ‘টি-সিরিজ়’ তাদের অফিশিয়াল টুইটার পেজে জানিয়েছে, থ্রিডি ফরম্যাটে প্রেক্ষাগৃহে আসতে চলেছে ছবিটি।

প্রথমে ঠিক হয়েছিল, ‘আদিপুরুষ’ মুক্তি পাবে ২০২২ সালের ১১ আগস্ট। পরে পিছিয়ে গিয়ে স্থির হয়, ২০২৩ সালের জানুয়ারিতে মুক্তি পাবে ছবিটি। তার পর আবারও পিছিয়ে যায় তারিখ। ছবি ঘিরে ক্রমাগত বিতর্কই এর নেপথ্য কারণ।

নির্মাতা ওম রাউত ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’-এর কাহিনীর উপর ভিত্তি করে তৈরি করেছেন ‘আদিপুরুষ’। তবে বিতর্কের মূলে মহাকাব্যের চরিত্রদের অবয়ব। রাবণের ভূমিকায় সইফ আলি খানের চেহারা দেখে অসন্তুষ্ট হয়েছিলেন হিন্দু মৌলবাদীরা। তাদের দাবি ছিল রাবণের চেহারা মুঘল সম্রাটের মতো। যা অবিলম্বে বদলাতে হবে। এ ছাড়াও ‘আদিপুরুষ’ জড়িয়ে পড়েছিল তথ্য বিকৃতির অভিযোগেও। অনেক বাধা পেরিয়ে শেষমেশ প্রেক্ষাগৃহে আসতে চলেছে ছবিটি। মুক্তির নতুন তারিখ চলতি বছরের ১৬ জুন।

অশুভর বিরুদ্ধে শুভর জয়ই ‘আদিপুরুষ’-এর কাহিনির উপজীব্য। এই ছবিতে রামের চরিত্রে অভিনয় করছেন ‘বাহুবলী’ অভিনেতা প্রভাস। সীতার ভূমিকায় রয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন।

Advertisement
Share.

Leave A Reply