fbpx

সিলেট স্ট্রাইকার্সকে ৬ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিপিএলে সিলেট স্ট্রাইকার্সকে ৬ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। সিলেটের দেয়া ৯৩ রানের টার্গেট চেজ করতে তেমন একটা বেগ পেতে হয়নি তাদের।

শুরটা ধীরগতির হলেও তেমন একটা ঝুঁকি নেয়নি রংপুরের ব্যাটাররা। দলীয় ২৭ রানে ওপেনার নাইম শেখের উইকেট হারায় তারা। এরপর দলীয় ৪৪ রানে দুইটি উইকেট হারালে খানিকটা চাপে পড়ে তারা। তবে উইকেটের আরেক প্রান্তে ঠিকই রানের চাকা সচল করে রাখছিলেন রংপুর ওপেনার রনি তালুকদার।

শেষের দিকে মোহাম্মদ নাওয়াজের অপরাজিত ১৩ বলে ১৮ রানের উপর ভিত্তি করে ২৬ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌছে যায় তারা। রংপুরের হয়ে রনি তালুকদার করেন সর্বোচ্চ ৪১ রান।

এছাড়াও, সিলেটের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নিয়েছেন তাদের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

এর আগে, টস জিতে সিলেটকে ব্যাট করতে পাঠায় রংপুর। শুরু থেকেই সিলেটের ব্যাটারদের চাপে ফেলে রংপুর। দলীয় ৪ রানে প্রথম উইকেট হারায় সিলেট, আজমাতুল্লাহ ওমারজাইয়ের বলে আউট হন ট্ম কোহলার ক্যাডমোর। তবে দলীয় ১২ রানেই মোট ৪ উইকেট হারায় সিলেট। ব্যাটারদের আশা যাওয়ার মিছিলে কেউই ক্রিজে টিকে থাকতে পারেননি।

স্কোরবোর্ডে যখন ১৮ তখনই ৭ উইকেট নেই সিলেটের। সেই সময় হয়ত অনেকেই ভেবেছিলেন, বিপিএল ইতিহাসের সর্বনিম্ন দলীয় রানের লজ্জার রেকর্ড স্পর্শ করবে তারা। কিন্তু তা হয়নি, মান বাঁচান দুই ব্যাটার তানজিম হাসান সাকিব এবং মাশরাফী বিন মোর্ত্তজা। সাকিব করেন ৪১ রান এবং মাশরাফী খেলেন ২১ রানের ইনিংস। তাদের ব্যাটে করেই ৯২ রানের পুঁজি পায় সিলেট।

Advertisement
Share.

Leave A Reply