fbpx

মাঠে নামবে মুস্তাফিজের দিল্লি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

শনিবার শুরু হয়েছে বিশ্বের এক নম্বর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলের ১৫তম আসর। এবারের আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করা একমাত্র বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। তাই বলাই যায়, এবারের আইপিএলে আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকবে ‘দ্য ফিজের’ দল দিল্লি ক্যাপিটালস। রবিবার মুম্বাইয়ের ব্রাব্রোর্ন স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস। ম্যাচ শুরু বিকাল ৪টায়।

এবারের আইপিএলে ২ কোটি ইন্ডিয়ান রুপিতে রাজস্থান রয়্যালস ছেড়ে নতুন ঠিকানা দিল্লি ক্যাপিটালস পারি জমান মুস্তাফিজুর রহমান। তবে, কাটার মাস্টারের দল আজকে খেলতে নামলেও প্রথম ম্যাচে নাও দেখা যেতে পারে তাঁকে। সাউথ আফ্রিকা সিরিজ শেষে ভারতে যাওয়ার পর তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে মুস্তাফিজকে। সেক্ষেত্রে আগামী ২ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষের ম্যাচ দিয়েই তাঁর মাঠে নামার সম্ভাবনা বেশি।

এখন পর্যন্ত ২০১৬-১৮ এবং ২০২১, আইপিএলের মোট ৪টি সিজনে খেলেছেন বাঁহাতি এই পেসার। দিল্লির আগে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন ৩৮টি ম্যাচ। সেখানে ৭.৮৪ ইকোনমিতে নিয়েছেন ৩৮টি উইকেট।

আগের সিজনগুলোতে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান থাকলেও, এবার খেলছেন শুধুই মুস্তাফিজ। তাই সাকিব ভক্তরা নিঃসন্দেহে মিস করবে এই টাইগার অলরাউন্ডারকে। অপরদিকে, নিলামে নাম না উঠলেও মার্ক উডের বদলি হিসেবে আইপিএলের নতুন টিম লক্ষ্ণৌ সুপার জায়ান্টস তাসকিন আহমেদকে দলে ভেড়াতে চেয়েছিল। তবে বিসিবির তরফ থেকে ছাড়পত্র পাননি তাসকিন।

Advertisement
Share.

Leave A Reply