fbpx

আফগানিস্তানে সামরিক ঘাঁটিতে তালেবান হামলা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আফগানিস্তানে একটি সেনা ঘাঁটি লক্ষ্য করে জঙ্গিগোষ্ঠী তালেবানের হামলায় নিহত হয়েছে অন্তত ৭ জন। শনিবার দক্ষিণপশ্চিমাঞ্চলের ফারহ প্রদেশে এই হমলা হয়। স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক কর্মকর্তা সংবাদ মাধ্যম রয়টার্সকে জানায়, নিহতদের মধ্যে একজন কমান্ডোও রয়েছেন। এছাড়া, প্রদেশটির কাউন্সিল মেম্বার খায়ের মোহম্মদ নোরজাই বলেন এই হামলায় নিহত হয়েছেন প্রায় ৩০ জন। এবং সেনা ঘাঁটিটি এখন তালেবানতের দখলেই রয়েছে।

এক ভিডিও বার্তায় স্থানীয় গভর্নর তাজ মোহম্মদ জাহিদ জানান, জঙ্গিরা একটি কাছাকাছি বাড়ি থেকে চারশ মিটার টানেল খনন করে সেনা ঘাঁটিতে হামলা চালায়। এ সময় জঙ্গিরা এক সেনাকে ধরে নিয়ে যায় বলেও জানান তিনি।

তবে জঙ্গি গোষ্ঠীটি তালেবান  হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। দেশটিতে প্রায়ই এমন হামলা চালায় গোষ্ঠীটি। পবিত্র রমজান মাসের মধ্যে হামলা অব্যহত রেখেছে তারা।

Advertisement
Share.

Leave A Reply