fbpx

আবারও বাংলাদেশিদের ভিসা দেবে দক্ষিণ কোরিয়া

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় বাংলাদেশের ওপর থেকে আরোপিত ভিসা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দক্ষিণ কোরিয়া।

২১ অক্টোবর (বৃহস্পতিবার) ঢাকায় কোরিয়ান দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। তবে কোরিয়ায় যেতে হলে অবশ্যই দুই ডোজ করোনাভাইরাসের টিকা নিতে হবে।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোরিয়াতে যাওয়ার জন্য ২৪ অক্টোবর হতে বাংলাদেশি নাগরিকদের থেকে ভিসার আবেদন গ্রহণ করা হবে। বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি উন্নত হওয়ায় এবং কোরিয়াতে যাওয়া বাংলাদেশিদের মধ্যে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা কমে আসায় কোরিয়া সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তবে যদি কোরিয়ায় যাওয়া বাংলাদেশিদের মধ্যে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে যায় তাহলে কোরিয়া সরকার ভিসা আবেদনের ওপর আবারও নিষেধাজ্ঞা জারি করবে।

চলতি বছরের এপ্রিল মাসে বাংলাদেশের করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনা করে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় দক্ষিণ কোরিয়া।

Advertisement
Share.

Leave A Reply