দেশের কোনো মানুষ যেন ভ্যাকসিন থেকে বাদ না থাকে, সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা চাচ্ছি যে, আমাদের দেশের মানুষ যেন কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়’।
আজ রবিবার (১৮ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগসমূহের ২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

প্রধানমন্ত্রী এ সময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। ছবি: বিটিভি ওয়ার্ল্ডের সৌজন্যে
শেখ হাসিনা বলেন, ‘আমরা ভ্যাকসিন দিতে শুরু করেছি। ভ্যাকসিন আসছে। কোনো মানুষ যেন ভ্যাকসিন থেকে বাদ না থাকে, সেভাবে কিন্তু আমরা পদক্ষেপ নিয়েছি’।
সরকারপ্রধান এ সময় আরও বলেন, ‘আমাদের দেশের সবাই যেন ভ্যাকসিনটা নিতে পারে। সেজন্য যত দরকার, আমরা তা কিনবো এবং আমরা সেই ভ্যাকসিনটা দেব’।
তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, ‘করোনার এ পরিস্থিতিতে সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলে, সেদিকে সকলকে দৃষ্টি দিতে হবে’।