fbpx
BBS_AD_BBSBAN
২৯শে নভেম্বর ২০২৩ | ১৪ই অগ্রহায়ণ ১৪৩০ | পরীক্ষামূলক প্রকাশনা

চীনে হুয়াওয়েকে টপকে শীর্ষে অপ্পো

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রথমবারের মতো হুয়াওয়েকে পেছনে ফেলে চীনের বাজারে শীর্ষস্থান দখল করে নিয়েছে দেশটির আরেক মোবাইল কোম্পানি অপ্পো। শুধু জানুয়ারিতেই চীনের স্মার্টফোন বাজারের ২১ শতাংশ এই মোবাইল কোম্পানিটি দখল করে রেখেছে বলে গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট দাবি করেছে।

তাদের তথ্য অনুযায়ী, চীনের বাজারে জানুয়ারি মাসে ভিভো এবং হুয়াওয়ে ২০ শতাংশ করে দখলে ছিল। আর অ্যাপল এবং শাওমি চীনা স্মার্টফোন বাজারে ১৬ শতাংশ দখল করেছিল।

অন্যদিকে প্রযুক্তি সাইট ভার্জ বলছে, এক বছরে চীনে অপ্পোর স্মার্টফোন বিক্রি বেড়েছে ২৬ শতাংশ এবং ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে বেড়েছে ৩৩ শতাংশ।

কাউন্টার পয়েন্ট বলছে, রেনো ৪ স্মার্টফোনের তুলনায় রেনো ৫ সিরিজের ভালো স্পেসিফিকেশনের কারণে এই কোম্পানির জনপ্রিয়তা বেড়েছে।

তারা আরও বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত হওয়ার কারণে প্রতিষ্ঠানটি যন্ত্রাংশের স্বল্পতার কারণে প্রিমিয়াম স্মার্টফোনের উৎপাদন বাড়িয়েছে। তাই চীনের বাজারে হুয়াওয়ের চাহিদাও কমে গেছে। আর অন্য প্রতিষ্ঠানগুলো এ জায়গা দখল করে নিচ্ছে।

এছাড়া ২০২১ সাল জুড়ে হুয়াওয়ে স্মার্টফোনের বড় বাজার হারাবে বলেও ধারণা করছে কাউন্টারপয়েন্ট।

Advertisement
Share.

Leave A Reply