fbpx
BBS_AD_BBSBAN
৮ই ডিসেম্বর ২০২২ | ২৩শে অগ্রহায়ণ ১৪২৯ | পরীক্ষামূলক প্রকাশনা

ডব্লিওএইচও’র পর্যবেক্ষণে করোনার ‘মু’ নামের নতুন ধরণ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনার ‘মু’ নামের একটি নতুন ধরণ পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও)। এটি কলম্বিয়ায় জানুয়ারিতে প্রথম শনাক্ত হয়।

গতকাল মঙ্গলবার (৩১ আগস্ট) সংস্থার মহামারি বিষয়ক সাপ্তাহিক বুলেটিনে বলা হয়, ‘মু’ বৈজ্ঞানিকভাবে বি.ওয়ান.৬২১ হিসেবে পরিচিত। একে ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ হিসেবে শ্রেনীবদ্ধ করা হয়েছে।

বিশ্ব জুড়েই করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ভাইরাসের নতুন ধরণের উদ্ভব নিয়ে অনেক বেশি উদ্বেগ রয়েছে বলে জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি বলছে, করোনার এই ধরণটি টিকা প্রতিরোধের ঝুঁকি তৈরি করছে। যদিও এ নিয়ে আরো গবেষণা প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করা হয় সংস্থাটির বুলেটিনে।

এরইমধ্যে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আলফা ও ডেল্টাসহ চার ধরনের কোভিড-১৯ শনাক্ত করেছে। বিশ্বের ১৯৩টি দেশে আলফা এবং ১৭০টি দেশে ডেল্টা ধরণ ছড়িয়েছে। আর এখন ‘মু’ সহ পঞ্চম ধরণ সংস্থাটির পর্যবেক্ষণে রয়েছে।

কলম্বিয়ায় ‘মু’ শনাক্ত হওয়ার পর ইউরোপসহ দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশেও এটি ছড়িয়েছে বলে জানিয়েছে ডব্লিওএইচও।

Advertisement
Share.

Leave A Reply