fbpx

অবশেষে অব্যবহৃত সিম বিক্রির অনুমতি পেল গ্রামীণফোন 

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

মোবাইল অপারেটর গ্রামীণফোনের ওপর সিম বিক্রির নিষেধাজ্ঞা আংশিকভাবে প্রত্যাহার করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তবে গ্রামীণফোনকে অব্যবহৃত সিম বিক্রির সুযোগ দিলেও নতুন সিম বিক্রি করতে পারবে না।

গত বৃহস্পতিবার বিটিআরসির পক্ষ থেকে গ্রামীণফোনকে অব্যবহৃত সিম বিক্রির এ সুযোগ দেওয়া হয়েছে।

বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, ‘গ্রামীণফোন তাদের কাছে থাকা অব্যবহৃত সিম বিক্রির সুযোগ পাবে। আর সেবার মান উন্নত হওয়ার পর নতুন সিম বিক্রির বিষয়ে সিদ্ধান্ত হবে।’

সেবার মান নিয়ে প্রশ্ন থাকায় গত জুন মাসে সিম বিক্রিতে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপ করে বিটিআরসি। যদিও গ্রামীণফোন দাবি করে, তারা সেবার মানের ক্ষেত্রে বিটিআরসির নির্দেশিত মান রক্ষা করে চলছে।

অব্যবহৃত সিম বিক্রির সুযোগ পাওয়া প্রসঙ্গে গ্রামীণফোনের সিনিয়র ডিরেক্টর ও হেড অব পাবলিক অ্যাফেয়ার্স হোসেন সাদাত বলেন, ‘গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করে আমাদের কাছে অনেক দিন ধরে অব্যবহৃত যেসব নম্বর রয়েছে, তা বিক্রির পুনঃ অনুমোদন দেওয়ায় বিটিআরসিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। গ্রাহকসেবা নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ।’

Advertisement
Share.

Leave A Reply