fbpx

অবশেষে গ্রেফতার হলেন ইমরান খান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে। দেশেটির সংবাদমাধ্যম ডন জানিয়েছে আজ মঙ্গলবার (৯ মে) ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানা যায় দেশটির আধা-সামরিক বাহিনী পাক রেঞ্জার্স একটি কালো গাড়িতে করে ইমরান খানকে নিয়ে যায়।

দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করেছে রেঞ্জার্স।
আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী তার নামে দায়ের করা কয়েকটি মামলায় জামিন নিতে আজ আদালতে হাজির হয়েছিলেন।

ইসলামাবাদ আইপিজি ড. আকবর নাসির খান গ্রেফতার নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে দায়ের করা কয়েকটি মামলায় হাইকোর্টে জামিন নিতে গিয়েছিলেন। সে সময় আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাকে একটি কালো ভিগোতে করে নিয়ে যায়।

বেশ কয়েকদফা চেষ্টার পর ইমরান খানকে গ্রেফতার করা হলো। এর আগে তাকে গ্রেফতার করতে জার্মান পার্কের বাসায় অভিযান চালিয়েছিল পুলিশ।

সহিংসতা এড়াতে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

Advertisement
Share.

Leave A Reply