fbpx

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ধর্ষণের শিকার হওয়া নারীর কাছে ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ভবনে ধর্ষণের শিকার হয়েছেন এমন একজন নারীর কাছে ক্ষমা চাইলেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। ২০১৯ সালে হিগিন্স নামের এক নারী পার্লামেন্ট ভবনে এক সহকর্মীর কাছে ধর্ষণের শিকার হয়েছেলিন বলে অভিযোগ করেন। মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে পার্লামেন্টে এই ঘটনার জন্য ক্ষমা চান প্রাধানমন্ত্রী স্কট মরিসন।

হিগিন্স ছাড়াও পার্লামেন্টে আরও যারা নির্যাতনের শিকার হয়েছেন তাদের সবার কাছেই ক্ষমা চান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘হিগিন্সের কাছে দুঃখ প্রকাশ করছি। যে জায়গাটি সম্পূর্ন নিরাপদ হওয়ার কথা ছিল, সেখানেই এমন দুঃস্বপ্নে পরিনত হল। আরও যাদের সাথে এমন হয়েছে, সবার কাছেই ক্ষমা চাইছি।‘

প্রধানমন্ত্রীর পাশাপাশি বিরোধী নেতাকর্মীরাও এই ঘটনার জন্য ক্ষমা চান।

দুই বছর আগে, হিগিন্স অভিযোগ তোলার পর আরও অনেক নারীই তাদের সাথে ঘটে যাওয়া নির্যাতনের বিষয়েও মুখ খোলেন। তখন থেকেই বিভিন্ন মহলে সমালোচানায় মুখর হয়ে ওঠে বিষয়টি।

হিগিন্স অভিযোগ করেছিলেন, তিনি যেন পুলিশের কাছে না যান, সে জন্য চাপ দেয়া হয়েছিল। নিজের সাথে ঘটে যাওয়া এই ঘটনাকে তিনি অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ‘নীরবতার সংস্কৃতি’ হিসেবে অ্যাখ্যা দিয়েছিলেন।

Advertisement
Share.

Leave A Reply