fbpx

অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন বিক্রি করতে চাইছে দক্ষিণ আফ্রিকা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দক্ষিণ আফ্রিকা অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন বিনিময় বা বিক্রি করে দিতে চাইছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয় থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকায় দেখা দেয়া করোনাভাইরাসের নতুন ধরনটিতে এই ভ্যাকসিন তেমন কার্যকর নয়। এক গবেষণায় এমন প্রমাণ পাওয়ার পরই গত রবিবার ভ্যাকসিনটি প্রয়োগ বন্ধের ঘোষণা দেয়া হয়। আর এতে দেশটিতে থেকে যায় কয়েক লাখ ডোজ ভ্যাকসিন।

বিজ্ঞানীরা বলছেন, দক্ষিণ আফ্রিকায় নতুন শনাক্ত রোগীদের ৯০ শতাংশই ভাইরাসের রুপান্তরিত ধরনে আক্রান্ত। তাই দেশটিতে ভ্যাকসিনটি বন্ধ করে দেয়া হয়েছে।

এদিকে, যে সব দেশে ভাইরাসের নতুন ধরনটি ছড়িয়ে পড়েনি সে সব দেশের মানুষের জন্য ভ্যাকসিনটি যথেষ্ট কার্যকরী। তাই দক্ষিণ আফ্রিকা এই ভ্যাকসিন বিনিময় কিংবা বিক্রি করে দিয়ে এর পরিবর্তে বিকল্প হিসেবে জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন ব্যবহারের পরিকল্পনা করেছে। সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য দিয়েছে।

বুধবার এক সংবাদ সম্মেলনে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডা. জেওয়ালি এমখিজে বলেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দক্ষিণ আফ্রিকায় ব্যবহার করা হবে কিনা তা নিয়ে আমাদের বিজ্ঞানীরা আরও পরীক্ষা-নিরীক্ষা করবেন। তাদের পরামর্শের উপরই সব কিছু নির্ভর করছে। টিকার মেয়াদ শেষ হওয়ার আগেই সেগুলো বিনিময় করা হবে।”

তাছাড়া, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন বিক্রি কিংবা কারও সাথে বিনিময় করার প্রক্রিয়া শুরুর আগে বিজ্ঞানীদের পরামর্শের জন্য অপেক্ষা করা হবে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, এরই মধ্যে ভ্যাকসিনটি কিনতে তাদের সাথে বেশ কযেকটি দেশ যোগাযোগ করেছে।

Advertisement
Share.

Leave A Reply