fbpx

আত্মহত্যার প্রবণতা রোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কাউন্সেলিং শুরু শিগগিরই

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আত্মহত্যার প্রবণতা রোধে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কাউন্সেলিংয়ের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এক লাখ শিক্ষাপ্রতিষ্ঠানের দুই লাখ শিক্ষককে এ বিষয়ে প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান তিনি।

চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ চত্বরে রবিবার দুপুরে মাছের পোনা অবমুক্ত ও নদীভাঙনের শিকার ৫২৫ পরিবারকে চেক প্রদান অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘মোবাইল গেম আসক্তি এবং করোনা পরিস্থিতি শিক্ষার্থীদের মাঝে আত্মহত্যার প্রবণতা বাড়িয়ে দিয়েছে। এ থেকে পরিত্রাণের জন্য পাঠ্যক্রমে বাড়তি পড়াশোনার চাপ কমিয়ে যুগোপযোগী শিক্ষাব্যবস্থা চালু হচ্ছে। আশা করছি, এতে পরিস্থিতির অবশ্যই উন্নতি ঘটবে।’

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিগগিরই কাউন্সেলিং শুরু হবে বলেও জানান তিনি। পাশাপাশি আত্মহত্যা রোধে শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর রাখতে অভিভাবকদের ভূমিকা রয়েছে বলেও জানান দীপু মনি।

Advertisement
Share.

Leave A Reply