fbpx

আধুনিক ক্ষেপণাস্ত্র সক্ষমতার সাথে বাড়াবে সেনাবাহিনীর মনোবল: প্রধানমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আধুনিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সেনাবাহিনীর মনোবল বাড়াবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রবিবার (২০ জুন) দুপুরে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে টাইগার মাল্টিপল লঞ্চ মিসাইল সিস্টেম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি সাভার সেনানিবাসস্থ মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুলে (সিএমপিসিএনএস) অনুষ্ঠিত সেনাবাহিনীতে টাইগার মাল্টিপল লঞ্চ মিসাইল সিস্টেমের (এমএলআরএস) অনুষ্ঠানে তাঁর বক্তব্যে সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৪ সালে বঙ্গবন্ধু প্রতিরক্ষা-নীতিমালা তৈরি করে গেছেন। সেই নীতির আলোকে সরকার ‘ফোর্সেস গোল-২০৩০’ বাস্তবায়ন করে যাচ্ছে সশস্ত্র বাহিনীকে আন্তর্জাতিক মানে গড়ে তুলতে।

সরকারপ্রধান এ সময় আরও বলেন, ‘দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে দেশে যেমন অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, তেমনি সামরিক বাহিনীকেও আধুনিক সমরাস্ত্রে সজ্জিত করা হচ্ছে। আর এর ফলে সেনাবাহিনীর অপারেশনাল সক্ষমতা বেড়েছে। বিশ্বের সঙ্গেও তাল মিলিয়ে চলতে শিখেছে বাংলাদেশ’।

অনুষ্ঠানে এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ বিভিন্ন পদবির সেনাসদস্য উপস্থিত ছিলেন।

Advertisement
Share.

Leave A Reply