fbpx

আফগানিস্তানের শিখ মন্দিরে বিস্ফোরণ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আফগানিস্তানে একটি শিখ মন্দিরে বিস্ফোরণে অন্তত ২ জন নিহত ও ৭ জন আহত হয়েছে। রাজধানী কাবুলে শনিবার এই বিস্ফোরণ হয় বলে নিশ্চিত করেছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

গোরনাম সিং নামের শিখ সম্প্রদায়ের এক নেতা গণমাধ্যমকে জানিয়েছেন, ‘বিস্ফোরণের সময় মন্দিরের ভেতরে অন্তত ৩০ জন মানুষ ছিলেন। আমরা জানি না তারা কতজন বেঁচে আছেন, কত জন মারা গেছেন। তালেবানরা আমাদের ভেতরে ঠুকতে দিচ্ছে না। বুঝতে পারছি না, কি হচ্ছে।’

তিনি বলেন, ‘আমি গুরুদ্বার থেকে বিস্ফোরণ ও গুলির শব্দ পেয়েছি।’

তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, হামলাকারীরা একটি গাড়িতে করে বিস্ফোরণ নিয়ে নামে। তবে লৌক্ষ্যে পোঁছানোর আগেই এটি বিস্ফোরিত হয়। মন্দির এলাকাটি নিরাপত্তায় ঘিরে রাখা হয়েছে।
তবে কারা এবং কেন এই হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে এখনও সে বিষয়ে পরিষ্কার হওয়া যায়নি।

Advertisement
Share.

Leave A Reply