fbpx

আফগানিস্তানে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা প্রতিশ্রুতি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আফগানিন্তানের অর্থনৈতিক বিপর্যয় ঠেকাতে জরুরি সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন–ইইউ। আফগানিস্তান ও এর প্রতিবেশী দেশগুলোর জন্য বাড়তি ৭০ কোটি ইউরো জরুরি সাহায্য দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইইউ।

মঙ্গলবার জি-২০ সম্মেলনে ইইরোপীয় কমিশন এই প্রতিশ্রুতি দেয়। এর আগেও আফগানিন্তানের মৌলিক সেবা চালু রাখা ও খাদ্য সংকট ঠেকাতে ৩০ কোটি ইউরো সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ইইউ।

তবে এই সহায়তার পুরোটাই যাবে মানবিক খাতে। উন্নয়নমূলক কাছের জন্য কোনো অর্থ বরাদ্দ হবে না। স্বীকৃত সরকার না হওয়ায় তালেবান সরকারের হাতে এই অর্থ দেয়া হবে না।

সংবাদ মাধ্যম আল-জাজিরা জানিয়েছে,বরাদ্দ অর্থের প্রায় অর্ধেকটাই যাবে তালেবানের হাতে পালানো আফগানদের আশ্রয় দেয়া বিভিন্ন দেশের কাছে।

Advertisement
Share.

Leave A Reply