fbpx

আফগানিস্তানে তালেবানবিরোধী বিক্ষোভ, হতাহত ১৪

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আফগানিস্তানের জালালাবাদে তালেবানবিরোধী বিক্ষোভে নিহত হয়েছে অন্তত ২ জন। আহত হয়েছে আরও ১২ জন।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, তালেবান গোষ্ঠী শহরটি থেকে দেশটির জাতীয় পতাকা খুলে ফেলে নিজেদের সাদা-কালো পতাকা উত্তলোন করে। এর প্রতিবাদেই বিক্ষোভ করে সাধারণ মানুষ। এ সময় বন্দুকধারীদের গুলিতে এই হতাহতের ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা আফগানিস্তানের লাল-সবুজ পতাকা হাতে নিয়ে রাস্তায় নামেন। এ সময় অতর্কিতভাবে বন্দুক হামলা চালিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়।

কাবুল দখলে নেয়ার দুই দিনের মাথায় বুধবার কাতার থেকে আফগানিস্তানে পৌঁছেন তালেবান গোষ্ঠীর শীর্ষ নেতা মোল্লা গানি। সেই সাথে  প্রথমবারের মতো একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছে তালেবান।

গোষ্ঠীটির মুখপাত্র জবিউল্লা মুজাহিদ এ সময় বলেন, বিদেশিদের জন্য যারা কাজ করেছেন তাদেরকে সাধারণ ক্ষমা করে দেয়া হবে। শরিয়া আইন অনুযায়ী নারী অধিকার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

এদিকে কাবুল জুড়ে তল্লাশি চৌকি বসিয়েছে গোষ্ঠীটি।

Advertisement
Share.

Leave A Reply