fbpx

আবারও গণটিকাদান কার্যক্রম শুরু হচ্ছে: প্রধানমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আসছে জুলাই থেকে আবারও গণটিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরইমধ্যে, ভ্যাকসিনের ব্যবস্থাও হয়ে গেছে বলে জানান তিনি। এমনকি, চীন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে ভ্যাকসিন আসবে বলেও নিশ্চিত করেন প্রধানমন্ত্রী।

আজ মঙ্গলবার (২৯ জুন) একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে (বাজেট) এ প্রসঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

ভ্যাকসিনের ব্যবস্থা হয়ে গেছে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘ভ্যাকসিনের সকল ব্যবস্থা হয়ে গেছে। এখন আর কোনো সমস্যা হবে না। ভ্যাকসিন সংগ্রহে যত টাকাই লাগুক না কেন আমরা সেই টাকা দেব। ১৪ হাজার কোটি টাকা প্রস্তুত রাখা হয়েছে এর জন্য। ভ্যাকসিন বাজারে আসার আগে থেকেই আমরা যোগাযোগ রেখেছি’।

প্রধানমন্ত্রী আরও জানান, এবার ভ্যাকসিনেশনের আওতায় ৮০ ভাগ মানুষকেই নিয়ে আসা হবে। এমনকি, সরকার চেষ্টা করছে ভ্যাকসিনেশনের মাধ্যমে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার, বলেও জানান তিনি।

Advertisement
Share.

Leave A Reply