fbpx

আমদানি করা সব নিত্যপণ্যের কর মওকুফ হচ্ছে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বর্তমানে দেশের বাজারে দ্রব্যমূল্য বেড়েই চলেছে। তাই জনগণের সুবিধার্থে দেশে আমদানিকৃত নিত্যপ্রয়োজনীয় পণ্যের উপর থেকে কর প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো.তাজুল ইসলাম।

১১ মার্চ (শুক্রবার) সকালে স্বাধীনতা ও বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) এক্স ক্যাডেট ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

একদিকে করোনা পরিস্থিতি অন্যদিকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, সব মিলিয়ে প্রভাব পড়েছে বিশ্ব বাজারে। বিশ্ব বাজারে সকল পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। যার ফলে বংলাদেশেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে বলে জানান মন্ত্রী।

তাজুল ইসলাম বলেন, বর্তমানে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, মাথাপিছু আয়ের পরিমাণও বেড়েছে। সে হিসেবে পণ্যের চাহিদাও বেড়েছে, তাই মূল্যের ওপর প্রভাব পড়েছে।

অনুষ্ঠানে দেশের ৪২ টি জেলা থেকে আগত ৪০০ ক্যাডেট দুই দিনব্যাপী এই ক্যাম্পে থাকবেন।

Advertisement
Share.

Leave A Reply