fbpx

আমস্টার্ডামে গ্রেপ্তার এশিয়ার ‘মাদক সম্রাট’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিশ্বের সবচেয়ে বৃহত্তম মাদক অপরাধী দলের প্রধান সে চি লপকে গ্রেপ্তার করেছে নেদারল্যান্ডসের পুলিশ।

শুক্রবার (২২ জানুয়ারি) অষ্ট্রেলিয়ায় জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ‘মোস্ট ওয়ান্টেড’ এই ফেরারি আসামিকে আমস্টার্ডামের শিপুল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। বিবিসি তথ্যটি নিশ্চিত করেছে।

জানা গেছে, চীনে জন্ম নেয়া কানাডার নাগরিক ৫৬ বছর বয়সী সে চি লপ এশিয়াজুড়ে ৭০ বিলিয়ন ডলারের অবৈধ মাদক ব্যবসা নিয়ন্ত্রণকারী ‘দ্য কোম্পানি’র প্রধান।

প্রায় এক দশকেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়ার পুলিশ সে চি লপকে অনুসরণ করে আসছিল। অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের মতে, তাদের দেশে প্রবেশ করা সব ধরনের অবৈধ মাদকের ৭০ ভাগের প্রবেশের জন্য দায়ী ‘দ্য কোম্পানি’, যা ‘স্যাম গোর সিন্ডিকেট’ নামেও পরিচিত। সে চি লোপকে বিচারের মুখোমুখি করার জন্য অস্ট্রেলিয়া এখন তাকে তাদের দেশে নিয়ে যাবার চেষ্টা করবে।

Advertisement
Share.

Leave A Reply