fbpx

‘আমাকে জাতীয়ভাবে পাগল বলা হয়’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ‘অন্যায়ের বিরুদ্ধে যখন প্রতিবাদ করি, তখন জাতীয়ভাবে আমাকে বলা হয় আমি নাকি পাগল, উন্মাদ।’

৯ জানুয়ারি শনিবার নোয়াখালীর বসুরহাট পৌরসভার নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। আগামী ১৬ তারিখ (বসুরহাট পৌরসভা নির্বাচন)

আবদুল কাদের মির্জা বলেন, ‘বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়েছেন, আর শেখ হাসিনা দিয়েছেন মানুষের ভাতের অধিকার। তাই জনগণের সরকারকে সহযোগীতা করা উচিত জানিয়ে তিনি বলেন, ‘পয়সা দিয়ে যারা এমপি মনোনয়ন নেন, তারা জীবনে নিজ এলাকায় গিয়ে গরিব মানুষের পাশে দাঁড়ান না।’

অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন বলে ঘোষণা দেন আবদুল কাদের মির্জা, এবং সে প্রতিশ্রুতি নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করার কথাও জানান তিনি।

এসময় তিনি আরও জানান, যে তাকে পাগল বলেছেন, তিনি গোপালগঞ্জের ৯৯ ভাগ আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা থেকে এমপি হয়েছেন ।

এসময় তিনি প্রশ্ন তুলেন, ‘দেশের সব কাজ যদি শেখ হাসিনাকে করতে হয়- দেশের মানুষের অন্ন-বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান সব তাহলে মন্ত্রীরা কি করেন।’

Advertisement
Share.

Leave A Reply