fbpx

আমাদের এখনই সাবধান হতে হবে: প্রধানমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ওমিক্রন থেকে সুরক্ষা পেতে এখনই সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের তিন বছর পূর্তি উপলক্ষে শুক্রবার সন্ধ্যার পর জাতির উদ্দেশে ভাষণে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসময় বিশ্বের বিভিন্ন দেশে ওমিক্রন ছড়িয়ে পড়ায় বেশ উদ্বেগ প্রকাশ করেন। গত দুই বছর সঙ্কটময় পরিস্থিতির মধ্য দিয়ে আসার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘সেই সঙ্কট এখনও কাটেনি। এর মধ্যেই আবার বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ছে। আমাদের এখনই সাবধান হতে হবে।’

এক্ষেত্রে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি যারা এখনো টিকা নেননি, তাদের দ্রুত টিকা নেওয়ার অনুরোধ করেন সরকার প্রধান।

চলতি জানুয়ারি মাস থেকেই আবার করোনার গণটিকা দেওয়া শুরু হচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, প্রতি মাসে এক কোটি মানুষকে টিকার আওতায় আনার কর্মসূচি নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন,  বর্তমানে দেশে সাড়ে ৯ কোটির বেশি টিকা মজুদ রয়েছে। তাঁর দেওয়া তথ্য মতে, দেশে এখন পর্যন্ত ১২ কোটি ৯৫ লাখ ৮০ হাজার ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন প্রায় ৭ কোটি ৫৮ লাখ মানুষ, আর দুই ডোজ পেয়েছেন ৫ কোটি ৩৫ লাখ ৮২ হাজার।

Advertisement
Share.

Leave A Reply