fbpx

ইউক্রেনের একটি হাসপাতালে রুশ হামলা, নিহত ৩৭ শিশু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইউক্রেনের মারিউপোলের একটি হাসপাতালে রুশ বাহিনীর বোমা হামলায় হয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, এতে অন্তত ৩৭ জন শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫০ জন।

সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, শিশু ও প্রসূতি বিভাগসহ হাসপাতালটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। তবে এখনও হতাহতের সঠিক সংখ্যা জানা যায়নি।

শিশু হাসপাতালে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। একটি ভিডিওসহ তিনি টুইট করে বলেন, ‘ নৃশংসতা, ধ্বংসাবশেষের নিচে মানুষ, শিশু চাপা পড়ে আছে।‘

অবিলম্বে তিনি ইউক্রেনের আকাশে ‘নো ফ্লাই জোন’ কার্যকরের আহ্বান জানিয়েছেন। জেলেনস্কি বলেন, ‘আপনাদের ক্ষমতা আছে কিন্তু মানবতা হারিয়ে ফেলেছেন।‘

যুক্তরাষ্ট্র ও অন্য নেটোভুক্ত দেশগুলো বারবারই নো-ফ্লাই জোনের দাবি প্রত্যাখ্যান করে আসছে।

রাজধানী কিয়েভের খারকিভ, চেরনিজিভ, সুমি ও মারিউপোলের বেসামরিক মানুষদের নিরাপদে সরে যেতে ১২ ঘণ্টার যুদ্ধবিরতি চলছে। ইউক্রেনের দাবি, এর মধ্যেও হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। বাসিন্দারা বাসে করে নিরাপদে সরে যাওয়া শুরু করেছেন।

কিয়েভের উত্তর ও উত্তর-পশ্চিমে ইউক্রেন ও রুশ সেনাদের সাথে লড়াই চলছে।

Advertisement
Share.

Leave A Reply